নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের ২য় তলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক এড. আজহারুল ইসলাম।
এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, অরুণ ব্যানার্জী, নওসের আলী, রহুল আমীন, রফিকুল এলাহী বিশ্বাস, মোস্তফ নুরুল আলম, রফিকুল ইসলাম, স্বপন কুমার, রাজীব রায় চৌধুরী, তপন কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব সাহেদুজ্জামান সাহেদ।
প্রধান অথিতির বক্তব্যে ওসমান গনি বলেন, মুনছুর আহমেদে শুধু একজন নেতা নন তিনি একজন জননেতা। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি তার ব্যক্তি জীবনে একেবার রুট লেবেল থেকে জেলা আওয়ামীলীগের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে এসেছিলেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। জেলা আওয়ামীলীগের সংকটে ও সংগ্রামে সবসময় তিনি ছিলেন অগ্রসেনা। সাতক্ষীরার জনগণ তাকে সারাজীবন স্মরণ করবে।
The post মুনসুর আহমেদের মৃত্যুতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের স্মরণসভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/37G3uBq
No comments:
Post a Comment