Sunday, February 21, 2021

আশাশুনিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা:
আশাশুনিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার দিবসের প্রথম প্রহরে আশাশুনি কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। শুরুতেই পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মীর আলিফ রেজা, মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা,আশাশুনি থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির,আশাশুনি উপজেলা আ’লীগ ও সকল সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব,চলমান সংঘসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সবশেষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান শপথ বাক্য পাঠ করান। রোববার সূর্যোদয়ের সাথে সাথে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, এর পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানসহ বাজারের ব্যাসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১০টায় শহীদ স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা, চিত্রংকন ও কবিতা প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। বাদ জোহর ৫২’র ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

The post আশাশুনিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qFA0v6

No comments:

Post a Comment