Monday, February 1, 2021

কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে টানা ৩বার নির্বাচিত হলেন শেখ জামিল https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে টানা ৩ বার সাধারণ কাউন্সিলর নির্বাচিত হলেন শেখ জামিল হোসেন। তিনি কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র হিসেবে মনোনীত ছিলেন।

এলাকার সাধারণ মানুষের পাশে শেখ জামিল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নানামুখী সহায়তার হাত বাড়িয়ে চলেছেন। দরিদ্র জনগোষ্ঠীর প্রতি এই সেবামূলক মানসিকতা শেখ জামিল হোসেনকে এনে দিলো তৃতীয়বারের মতো কাউন্সিলর পদটি। এজন্য শেখ জামিল হোসেন তাঁর ওয়ার্ডের সম্মানিত সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা জানিয়েছেন। এবারের এই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো। নির্বাচনী এ লড়াই ছিলো উটপাখি প্রতীকের শেখ জামিল হোসেন ও ডালিম প্রতীকের সঞ্জয় সাহার মধ্যে। সূত্রমতে, এই ওয়ার্ডের ২২৭৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৯৪৫ জন। ভোট প্রদানের শতকরা হার ৮৫.৫৬ ভাগ। এরমধ্যে শেখ জামিল হোসেন পান ৯৯৪ ও সঞ্জয় সাহা পান ৮৯২ ভোট। ভোট বাতিল হয় ৫৯ টি।

The post কলারোয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে টানা ৩বার নির্বাচিত হলেন শেখ জামিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MFlMv0

No comments:

Post a Comment