Wednesday, February 24, 2021

নব-নির্বাচিত সাতক্ষীরা পৌর মেয়র চিশতিকে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার নব-নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ নব-নির্বাচিত পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে সৌজন্য সাক্ষাত, সাংগঠনিক বিষয়ে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সার্বিক বিষয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত পৌর মেয়র চিশতি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ. ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য একেএম আনিছুর রহমান, বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান, শাহীন আলম, আবুল খায়ের, ফজলুল হক, ইয়াছিন আলীসহ সাতক্ষীরা জেলার সকল বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকগণ এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ।

The post নব-নির্বাচিত সাতক্ষীরা পৌর মেয়র চিশতিকে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2P9Jwsv

No comments:

Post a Comment