Wednesday, February 17, 2021

তালার খলিষখালীতে চুরির অভিযোগে ৩ জন আটক https://ift.tt/eA8V8J

খলিখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: বুধবার গভীর রাতে তালার খলিষখালী ইউনিয়নের গাছা বাজারের ২ দোকানের তালা ভেঙে মালামাল চুরি করার সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে চিৎকার করে। এ সময় চোরেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। কিন্তু চোরেরা খেশরা ইউনিয়নের হরিনখোলা গ্রামে পৌছালে ঐ এলাকার ছোটন নামে এক ব্যক্তি তাদেরকে মোটরসাইকেলসহ ধরে ফেলে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ঘটনার দিন গাছা বাজারের শ্যামল সরকার ও মানিক মন্ডলের দোকানে এ চুরি সংঘটিত হচ্ছিল। আটককৃতরা হলো-তালার কুমিরা গ্রামের মনির হোসেনের পুত্র শাহিনুর হোসেন, পাটকেলঘাটার আমজেদ হোসেনের পুত্র আরিফুল ইসলাম ও জয়নালের পুত্র শরিফুল ইসলাম। সূত্র জানায়, ইতোমধ্যে তালার খলিষখালীসহ বিভিন্ন অঞ্চলে গরু চুরি এবং বিভিন্ন বাজারের দোকানে চুরি সংঘটিত হচ্ছে। এ রিপোট লেখা পর্যন্ত তারা পাটকেলঘাটা থানায় আটক ছিল।

The post তালার খলিষখালীতে চুরির অভিযোগে ৩ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dm8HSt

No comments:

Post a Comment