Friday, February 19, 2021

নগরঘাটায় সরকারি গাছ চুরির দায়ে আটক দুই https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভূমি অফিসের জায়গায় লাগানো দুটি মেহগনি গাছ লোকচক্ষুর অন্তরালে কেটে গায়েব করে দিয়েছেন তিন ভাই। কাউকে কিছু না জানিয়ে সম্ভবত শুক্রবার ভোরে কোনো এক সময় বড় বড় দুটি গাছ কেটে গায়েব করা হয়।

ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন ভূমি অফিসের গাছ কেটে নিচ্ছে মর্মে সংবাদ আসে। এরপর নগরঘাটা ভূমি অফিসের জায়গায় লাগানো দুটি বড় বড় মেহগনি গাছ কালিবাড়ি গ্রামের মৃত হযরত আলী সরদারের তিন ছেলে মো. নজরুল ইসলাম (৫২), মো. শহিদুল ইসলাম (৪০) এবং ইবাদুল ইসলাম (৩৫) শুক্রবার সকালে লোক বুঝে কেটে সরিয়ে ফেলেছে।
এ ঘটনায় নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারীর কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ভূমি অফিসের সীমানা মেপে খুঁটি মেরে রেখে এসেছি বৃহস্পতিবারে। গাছ দুটি ভূমি অফিসের সীমানার মধ্যে। তবে তারা তিন ভাই মিলে যে গাছটি কেটেছে সেটা মটেও বৈধ নয়। বিষয়টি আমি জানিনা তবে দেখছি। তবে পরে আর ইউনিয়ন ভূমি সহকারী শ্যামল কুমার অধিকারীর কাছে বার বার ফোন দিলেও রিসিভ না করায় সর্বশেষ তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতানকে দুপুর ১২.৩০টার দিকে মোবাইলে কল করে জানালে তিনি বলেন, আমি এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি। তার ভিত্তিতে জুম’আর নামাজের পর পরই তিনি নগরঘাটা ভূমি অফিসে চলে যান। গিয়ে সরাসরি তাদের বাড়িতে চলে যান। সাথে সাথে তিনি নজরুল ইসলাম এবং শহিদুল ইসলামকে গাড়িতে তুলে নেন। অপর ভাই ইবাদুল ইসলামকে গাড়িতে উঠতে বললে তিনি বাড়ি থেকে জামা পরে আসছি বলে পালিয়ে চলে যান। এঘটনায় দুই ভাইকে নিয়ে থানায় নিয়মিত মামলার জন্য সোপর্দ করেছেন। পরে মোবাইলে এসএম তারেক সুলতান জানান, থানায় আসামীদের রেখে আসা হয়েছে। নগরঘাটা ভূমি অফিসের নায়েব বাদী হয় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন। পরে থানা থেকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আপডেট এখন দিতে পারবোনা, পরে ফোন দিতে হবে। আমরা এখন ব্যস্ত আছি।

The post নগরঘাটায় সরকারি গাছ চুরির দায়ে আটক দুই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aAIFZZ

No comments:

Post a Comment