Wednesday, February 17, 2021

ধানদিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সরকারি খরচে আইনী সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের সুফল ও গ্রামের অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করতে হবে। সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌছে দিতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলসভাবে কাজ করছে। মুজিব বর্ষে জেলায় অসহায় মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা করতে হবে। বুধবার বিকাল ৩টায় তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র যুগ্ম-জজ সালমা আক্তার এসব কথা বলেন। এসময় তিনি সকলের উদেশ্যে বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এলাকার কোন গরীব বা অসহায় মানুষ সমস্যায় পড়লে আপনারা নির্ভয়ে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরার সকল মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।
গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন।
ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল আলম মিলন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম।
পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলীর পরিচালনায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধানদিয়া ইউপি সচিব, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার হাসী রানী কুন্ড, রাজিব কামাল, মেহেদী হাসান ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ কয়েক শত অসহায়, গরীব নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

The post ধানদিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37na3ca

No comments:

Post a Comment