Saturday, February 20, 2021

শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার পদ খালী প্রায় পাঁচ বছর https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদ প্রায় ৫ বছর খালী থাকায় অফিসসহ মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে সমস্যা হচ্ছে। এই সময়ের মধ্যে বিভিন্ন কর্মকর্তা অতিরিক্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা সুত্রে প্রকাশ ২০১৬ সালের ২৭ আগস্টের পর থেকে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার পদটি খালী রয়েছে। সর্বশেষ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সঞ্জয় বিশ^াস। বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. মো. জহিরুল ইসলাম।

বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অফিসের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পদ খালী থাকায় অফিসের দ্রুত বিভিন্ন তথ্য প্রেরণ ও মাঠ পর্যায়ের কাজের সমস্যা হয়। তিনি বলেন অতিরিক্ত দায়িত্ব পালন করতে যেয়ে ভেটেনারী সার্জন হিসেবে প্রাণি সম্পদের চিকিৎসা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম সমস্যা হচ্ছে।

এ ছাড়া তিনি আরও জানান উপজেলা প্রাণি সম্পদ অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি খালী রয়েছে। ২০২০ সালের ১ জুন থেকে পদটি খালী। বর্তমানে দায়িত্ব পালন করছেন পিআরএলে অবস্থানকারী মো. শহিদুল ইসলাম। এ পদটিও খালী থাকায় অফিসের কার্যক্রমের সমস্যা হচ্ছে। জানা যায় অফিসের শূণ্য পদগুলির ব্যাপারে কয়েকবার যথাযথ কতৃপক্ষকে জানানো হয়েছে।

The post শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার পদ খালী প্রায় পাঁচ বছর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aEh3Dy

No comments:

Post a Comment