নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলায় জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রবের বিরুদ্ধে সহকারি শিক্ষিকাকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। শ্লীলতাহানীর শিকার নারী শিক্ষিকার নাম মাহফুজা খাতুন (৪২)। ওই শিক্ষিকা সাতক্ষীরা বিজ্ঞ আমলী কলারোয়া আদালতে ২৩-০২-২০২১ তারিখে সিআর ৫৯/২১ নং মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০.৩০টায় বাদীনী অফিস কক্ষে গিয়ে ডিজি অফিসে অভিযোগের কারণ জিজ্ঞাসা করলে প্রধান শিক্ষক মো. আব্দুর রব অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-চড়, লাথি মেরে আহত করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে অফিসের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ফিরে যাওয়ার প্রাক্কালে তাকে খুন, জখমসহ ক্ষতি করার হুমকি প্রদর্শণ করে।
এ বিষয়ে জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক মাহফুজাকে মারপিট করে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অডিটের বিষয় মাহফুজা জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে মারপিট করে কাপড় চোপড় ছিড়ে দেয়। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর বরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে মাহফুজার দেখাই হয়নি।
The post সাতক্ষীরা কলারোয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানীর অভিযোগে আদালতে মামলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZKhp5d
No comments:
Post a Comment