Tuesday, February 23, 2021

সাংবাদিক কাজী তারিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি https://ift.tt/eA8V8J

দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদকে জীবননাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে তিনি সদর থানায় সাধারণ ডায়েরীর করেছেন।
ডায়েরীর সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৮টা ৫৯ মিনিটে কাজী তারিক আহমদের ব্যবহৃত ০১৭১২-৭১৪৮১৯ নম্বর মোবাইলে ০১৯৩২-২৪৩২০১ নম্বর থেকে ফোন করে টুটপাড়া এলাকার সুজা-রেজা পরিচয়ে গালিগালাজ করে এবং জীবননাশের হুমকী প্রদান করে। হুমকিতে বলে, তুই আমাদের মিশারুল ইসলাম মনির ভাইয়ের নামে কি লিখেছিস, তোকে ভাই খুঁজছে, তোকে পেলে জানে মেরে ফেলবো…ইত্যাদি। সাংবাদিক তারিক এ ব্যাপারে মঙ্গলবার সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-১১৩১।
সাংবাদিকদের হুমকি এটা নতুন কোনও বিষয় নয়। আগে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু অবশ্যই এর একটা প্রতিকার প্রয়োজন। সাংবাদিকতা পেশা একটা চ্যালেঞ্জ জনক। এখানে শত্রু-মিত্র সবাই থাকবে। কিন্তু জীবননাশের হুমকি, হত্যা আর কতদিন চলবে? এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি

The post সাংবাদিক কাজী তারিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ke02TM

No comments:

Post a Comment