Friday, February 19, 2021

মোবাইল ফোনে সদর ইউএনও পরিচয় দিয়ে কদমতলায় ৫ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে কদমতলা বাজারে ৫ ব্যবসায়ীর কাছে এক লাখ টাকার চাঁদার দাবি করেছেন একটি চক্র।

কদমতলা বাজারে ৫ ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছেন সেসব ব্যবসা প্রতিষ্ঠান হলো-আদি ঘোষ ডেয়ারী মালিকের কাছে ২০ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী মালিকের কাছে ৩০ হাজার, মায়ের দোয়া হোটেল মালিকের কাছে ১০ হাজার, তাপস হোটেল মালিকের কাছে ২০ হাজার ও মল্লিক হোটেল মালিকের কাছে ২০ হাজার টাকা। মল্লিক হোটেল মালিকের ফোনে গত বৃহস্পতিবার অনুমান ২টার দিকে মোবাইল ফোনে ০১৬১১৬৫৯৭২৫ এই নম্বর দিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন-আপনার প্রতিষ্ঠানে ভেজাল ও বাসি খাবার বিক্রি হয়। আপনার প্রতিষ্ঠানে র‌্যাব নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তাতে আপনার ৬ মাস জেল ও ৩ লাখ টাকা জরিমানা করা হবে। যদি আপনি ২০ হাজার টাকা দেন তাহলে আপনার প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করবো না। আদি ঘোষ ডেয়ারী, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, মায়ের দোয়া হোটেল তাপস হোটেল মালিকের ফোনে একই মোবাইল নম্বর দিয়ে একই কথা বলে এই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি শুনেছি, আমার পরিচয় দিয়ে যারা ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবি করে বিভ্রান্ত করছে, তাদেরকে সরাসরি পেলে আটক করে রাখবেন। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে।

The post মোবাইল ফোনে সদর ইউএনও পরিচয় দিয়ে কদমতলায় ৫ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NIvahO

No comments:

Post a Comment