বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম বুধবার ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাটকেলঘাটা থানাধীন দাদপুরের মেসার্স এএইচ ব্রিক্স ও সেনপুরের এসএনবি ব্রিক্স ফিল্ডে প্রশাসনিক ব্যবস্থায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশের এএসআই আল বিরুনি বিলকিস্তি ও পাটকেলঘাটা থানার এএসআই মো. ফারুক হোসেনের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে পাটকেলঘাটা থানাধীন দাদপুরের মেসার্স এএইচ ব্রিক্স ও সেনপুরের এসএনবি ব্রিক্স ফিল্ড এবং পাটকেলঘাটা বাজারে আতিয়ার মশলা মিল পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ-পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)। পরিদর্শনকালে মেসার্স এএইচ ব্রিক্স ও এসএনবি ব্রিক্স ফিল্ডের ইটের পরিমাপের কারচুপিতে ৫০ ও ৪০ হাজার টাকা এবং আতিয়ার মশলা কারখানায় মশলা গুড়াতে রাসায়নিক রং মিশানোর দায়ে প্রশাসনিক ব্যবস্থায় ১০হাজার টাকা মিলে মোট ১লক্ষ টাকা জরিমানা করেছেন। উক্ত প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯’র ৪৮ (পরিমাপে কারচুপি) ও ৪২ ধারা লংঘন অপরাধে জরিমানা এ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
The post ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এএইচ ও এসএনবি ব্রিক্স পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uau3Iq
No comments:
Post a Comment