ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করে তা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।
তামিমার আগের স্বামী মো. রাকিব হাসানের জবানবন্দি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম বুধবার বিকেলে এই আদেশ দেন।
আদালতের পেশকার হেলাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলাটি তদন্ত করে আদালত ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। আগের বিয়ে চলমান থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানি এবং ব্যাভিচারের অভিযোগ করা হয়েছে এই মামলায়।
২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হাসানের সঙ্গে তামিমা সুলতানার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের এক মেয়ে রয়েছে। মেয়ের বয়স ৮ বছর।
তামিমা পেশায় একজন কেবিন ক্রু। তিনি একটি বিদেশি এয়ারলাইন্সে কর্মরত। সম্প্রতি নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
নাসিরের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে নিয়ে রাকিবের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।
The post নাসির-তামিমার মামলার তদন্তভার পেল পিবিআই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dERZy5
No comments:
Post a Comment