পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক প্রবীন রাজনীতিক মুনসুর আহমেদ আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাতক্ষীরাসহ দেশবাসিকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যুর খরব ছড়িয়ে পড়ে।
পরে জানানো হয় তিনি লাইফ সাপোর্টে আছেন। এর পর রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি কোভিড-১৯ করোনাক্রান্ত হয়ে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও তার ব্যক্তিগত গাড়িচালক আব্দুল মইন গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতা জনিতকারণে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এরপর ১১ জানুয়ারি তাদের দু’জনেরই করোনা নেগেটিভ আসে। তবে, শারীরিক নানা জটিলতার কারণে পরিবারের ইচ্ছা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জোহর বাদ সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মরহুম মুনসুর আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
তার রাজনৈতিক জীবন সম্পর্কে বিস্তারিত আসছে…………
The post জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ আর নেই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2MNYjHS
No comments:
Post a Comment