Monday, February 22, 2021

বিভিন্ন উপজেলায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন https://ift.tt/3byIEVX

পত্রদূত ডেস্ক: বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহিদদের স্মরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও অঙ্গসহযোগি সংগঠন, পেশাজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ এখানে উপস্থাপন করা হলো।

সাতক্ষীরা সদর রংপালিশ শ্রমিক ইউনিয়ন: সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-খুলনা-২২১৭) উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সভাপতি জুম্মান আলী সরদার, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক রেজাউল হক, সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।


সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন: সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ সরকার, সহ সভাপতি অরুণ দত্ত, সাধারণ সম্পাদক উৎপল দে, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রায়, কোষাধ্যক্ষ শ্রী দাশ দে প্রমুখ।

পৌর ছাত্রদল: সাতক্ষীরা পৌর ছাত্রদলের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর ছাত্রদলের আহবায়ক আয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক হেলাল, মনিরুল ইসলাম মনি, শাহ মো. জাহাঙ্গীর আলম পলাশ, রায়হান, মহিউদ্দিন, সদস্য লাবিব, সুমন, নয়ন প্রমুখ।
পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, রেজাউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, বাবলু, ফজলু প্রমুখ।

বন্ধন টেলিমিডিয়া শিল্পী সংসদ: বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আলোচনা সভা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়লের হলরুমে সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। প্রধান আলোচক ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও দূর্নীতি দমন কমিশন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়লের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, টিভি নাট্য পরিচালক মো.মুছা করিম, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখা’র সাধারণ সম্পাদক কবির হোসেন, প্রভাষক ফরিদ উদ্দিন মাসউদ, শেখ মনিরুল ইসলাম মনির, প্রভাষক ছন্দা রাণী মন্ডল, তানজিলা বেগম, আসিফুল আলম, মনিরা খাতুন, তরিকুল ইসলাম অন্তর, শাহ আলম, বিল্লাল হোসেন গাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আপন।
সাতক্ষীরায় জনতা ব্যাংক: সাতক্ষীরায় জনতা ব্যাংকের এরিয়া অফিসের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি সকালে ব্যাংকের কর্মকর্তাগণ শ্রদ্ধা জানান। সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ও এরিয়া ইনচার্জ মোঃ জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা শেখ বেনজির আহমেদ, প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান, প্রিন্সিপাল অফিসার কারিমুছ শাহাদাৎ, সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মো. আব্দুর রহিম, সিবিএ সভাপতি একরামুল কবীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আগরদাড়ি শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমানসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 


আশাশুনি উপজেলা: আশাশুনিতে রাত ১২:০১মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। শুরুতেই পুষ্প মাল্য দান করেন উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সবশেষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান শপথ বাক্য পাঠ করান। রোববার সূর্যদয়ের সাথে সাথে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, এর পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানসহ বাজারের ব্যাসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১০টায় শহীদ স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা, চিত্রংকন ও কবিতা প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। বাদ জোহর ৫২’র ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ আব্দুল গফ্ফার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, প্রাক্তন অধ্যক্ষ আাল. রুহুল আমি, আ’লীগ নেতা মোল্যা রফিকুল ইসলা, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার নুরুজ্জামান অন্তু, সহকারি প্রোগামার আক্তার ফারুক বিল্লাল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রক্তন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি সল্প পরিসরে পালনে করার খবর পাওয়া গেছে।

দেবহাটা উপজেলা: দেবহাটায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শদীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ১৯৫২’র ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান আছাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রবিবার সকালে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে দিবসটি ঘিরে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এছাড়া সাতক্ষীরার অন্যতম বিদ্রোহী পুরুষ ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমান সরদারের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মিনী কারিমুননেছা, ছেলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 


কুলিয়া (দেবহাটা): কুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প মালা অর্পন করেছেন কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুল হক। দেবহাটা উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আযাহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিধান বর্মন ও কোষাধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান মোড়ল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, সহ-সভাপতি মাছুম ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা. মো. অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, দপ্তর সম্পাদক আবীর হোসেন, অর্থ সম্পাদক রমজান মোড়ল ও কার্য নির্বাহী সদস্য ডা. আমিরুল ইসলাম প্রমুখ।

 


কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমশের আলী ঢালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা সানাউল্য¬াহ সরদার, আওয়ামীলীগনেতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল বাহার, আব্দুল ওহাব, গাজী আবুল হাসেম, সাধন কুমার মিস্ত্রি, যুবলীগ নেতা ডিএম আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আরাফাত হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি ও দলীয় বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসেন।


ডুমুরিয়া উপজেলা: খুলনার ডুমুরিয়ায় রাত ১২টা ১ মিনিটে ডুমুরিয়া কলেজ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ-এমপি। এ সময় তার সঙ্গে শ্রদ্ধা নিবেদন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ, থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকালে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ডুমুরিয়া কলেজ, শহিদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, চারু বসু স্মৃতি সংসদ, ডুমুরিয়া ফাউন্ডেশন, ডুমুরিয়া ব¬াড ডোনার্স ক্লাব, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ, নিসচা, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সামাজিক সংগঠন ও সর্বস্থরের জনসাধারন পক্ষ হতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এছাড়া ডুমুরিয়া ফাউন্ডেশন ও ডুমুরিয়া ব¬াড ডোনার্স ক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।
কেশবপুর উপজেলা: যশোরের কেশবপুরে সুর্যোদয়ের সাথে সাথে কেশবপুরের সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৮টায় উপজেলা শিশু একাডেমি ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে দিবসটি উপলক্ষে শিশুদের একুশের গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, একুশের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় মেডিকেল ক্যা¤প স্থাপন ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলা: একুশের প্রথম প্রহরে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে প্রথমে পূষ্প মাল্য অর্পন করেন। তারপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও মুক্তিযোদ্ধা তোবারেক হোসেন টুকু, পাইকগাছা থানা পুলিশের পক্ষে ওসি মো. এজাজ শফী, পৌরসভার পক্ষে মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও সহ-সভাপতি সমীরন সাধু, উপজেলা বিএনপির পক্ষে ডা. আব্দুল মজিদ ও এড. জিএম আব্দুল সাত্তারের, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পক্ষে ডা. নিতীশ চন্দ্র গোলদার, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক অজিত কুমার মন্ডল, পাইকগাছা সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। সকালে উপজেলা চত্তর থেকে প্রভাত ফেরীর মাধ্যমে পৌরসভা শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরনে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনসহ পাইকগাছা পৌরসভা ও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।
ইটাগাছায় আলোচনা: ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন (কালু)র আয়োজনে ইটাগাছা সিএন্ডবি মোড়ে রোববার সন্ধায় ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীব বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠীর সাবেক সভাপতি মো. ওমর আলী মোড়লের সভাপতিত্বে ভাষা শহিদদের স্বরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মুনসুর আলী, সহ-সভাপতি আবুল কাশেম পুটে, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ত্রান বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল¬াহ আল মামুম। মোনাজাত পরিচালনা করেন সড়ক ও জনপথ মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
বেনাপোল (যশোর): বেনাপোল পেট্টাপোল সীমান্তের দুপারের মোহনায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসে সীমান্তের কাটাতারের বেড়ায় জড়ো হয় শতশত মানুষ। বেনাপোল চেকপোস্টের বঙ্গপ্রান্তে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অনুষ্ঠানে সকাল ১১টার সময় জিরো লাইনের শহিদ বেদীতে ফুল দেয় দু’পার বাংলার মন্ত্রী-এমপি ও প্রশাসনের সদস্যরা। দুপার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের মিলন মেলায় রুপ নেয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি শেখ আফিল উদ্দিন, বনগাঁ পৌর প্রশাসক শ্রী শংকর আঢ্য প্রমুখ।

The post বিভিন্ন উপজেলায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dBykih

No comments:

Post a Comment