Monday, February 22, 2021

তালায় অপরিষ্কার শহীদ মিনারে মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন https://ift.tt/eA8V8J

এসএম বাচ্চু: ভাষা শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করার জন্য প্রতিবছর ২১ ফেব্রুয়ারি রাতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেই শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন না করা ও মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদনের খবর পাওয়া গিয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কানাইদিয়া প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে। অভিযোগের তীর স্কুলটির সভাপতি ও প্রধান শিক্ষকের দিকে।

গতকাল রাতে সোস্যাল মিডিয়া ফেসবুকের আইডিতে পোস্ট করা হয় এমন একটি বিষয়। সেটি হুবহু তুলে ধরা হলো: ‘কানাইদিয়ার ১নং ওয়ার্ডে ৫৭নং কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মক্তব স্কুল) প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন ওয়ার্ড আওয়ামী লীগ এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ স্কুলের দায়িত্বে থাকা শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে ফুল দিতে আসেনি স্কুলের কোন শিক্ষক, শহীদ মিনারে ছিল না পরিষ্কার পরিছন্নতা। আলোর ব্যবস্থাও না থাকার কারনে তৎক্ষণাৎ সীমিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে পুষ্পমাল্য অর্পণ করতে হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন স্কুল কমিটি ব্যবস্থাপনা করতে পারবে না আমাদের আগে জানালে আমরা দায়িত্ব নিতাম, বাঙালির মাতৃভাষা দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপ নিয়েছে, যে দিবস এর উপরে ভর করে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে কথা বলি সেই সময় এমন উদাসীন ব্যবস্থাপনা মেনে নেওয়া যায় কি?’
এমন অসম্মানমূলক কর্মকান্ডের বিষয়ে এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, যে শহীদের বিনময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। সেই শহীদদের শ্রদ্ধা নিবেদনের দিন শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা ও আলো ব্যবস্থা না থাকা বড় দু:খের বিষয়।
স্কুলটির প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঢালী বলেন, করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে স্কুল বন্ধ ছিলো। তাই এবার সেভাবে আয়োজন করতে পারিনি। আর শহীদ মিনারের পাশে একটি আমগাছ আছে সব সময় পাতা পরে। এজন্য পরিষ্কার করা হলেও আবার পাতায় পরিপূর্ণ হয়ে যায়। আর লাইটিং বিষয় বলতে হলে এবার ভাইরাসের কারণে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করতে পারিনি। স্থানীয় লোকজন আমাদের ডাকেননি।
স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি (বর্তমান দায়িত্ব প্রাপ্ত) শেখ আব্দুর রশিদ জানান, আমাদের ম্যানেজিং কমিটির মেয়াদ গত বছর অক্টোবার মাসে শেষ হয়েছে। তার পর হতে আমাকে কেউ ডাকেনি তাই যাওয়া হয়নি।
ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, প্রতি বছর স্কুলটিতে শহীদ দিবস পালন করা হয়। রাতে আলোর ব্যবস্থা করা হয় কিন্তু এবার কেনো করা হয়নি সেটি বলতে পারবো না। আমরা অধিকাংশ সময় রথখোলা বাজারে থাকি তাই এদিকের খোজ খবর একটু কম নেওয়া হয়।

The post তালায় অপরিষ্কার শহীদ মিনারে মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37D4TJb

No comments:

Post a Comment