Monday, February 1, 2021

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডায়মন্ডসহ নারী আটক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডায়মন্ডসহ মোছা. রেবেকা বেগম (৪২) নামের এক নারী আটক হয়েছে। আটক রেবেকা বেগম সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি এলাকার সাহেব আলীর স্ত্রী।

বিজিবি জানায়, ডায়মন্ড এর আংটিসহ বাংলাদেশী নাগরিক ওই নারীকে সোমবার (১ ফেব্রুয়ারি ২০২১) সকালে ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার-৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী বেড়িবাধেঁর উপর থেকে আটক করেন।

আটককৃত রেবেকা বেগম ভারত হতে বাংলাদেশে পাচারকালে এক কোটি আটাশি লক্ষ ষাট হাজার টাকা মূল্যের সর্বমোট ১৪৮টি (বড় ৫৪টি এবং ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ আটক করা হয়। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ শেষে পলাতক চোরাচালানীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ, আসামী মোছাঃ রেবেকা বেগম এ সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনায়ন করত: তার স্বামীর সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে মর্মে জানা যায়। এছাড়াও, এ জাতীয় চোরাচালানের সাথে অন্য কোন ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় বিজিবি।

ডায়মন্ডের আংটিসহ আসামী আটকের বিষয়টি লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

The post সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডায়মন্ডসহ নারী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3th1poM

No comments:

Post a Comment