নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড। জনদূর্ভোগের আরেক নাম মুনজিতপুর গ্রাম। সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহালদশা। দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর, মুন্সিপাড়া, রাজারবাগান, সরকারপাড়া, রেজিস্ট্রিপাড়া এলাকার রাস্তা-ঘাটের বেহালদশার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক ভবন ২নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। যে ওয়ার্ড থেকে সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ পরিচালনা করা হয়, সেই ২নং ওয়ার্ডই সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। ২নং ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়া সড়ক, টাউনবাজার থেকে পাকাপুল সড়ক, মুন্সিপাড়া সড়ক, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পূর্বপাশে একাডেমী মসজিদ থেকে রথখোলার বিলের মাঝ দিয়ে যাওয়ার রাস্তা, সাতক্ষীরা পোস্ট অফিস থেকে রাজার বাগান কলেজ সড়কের বেহাল দশা। সড়কের কোন কোন স্থানে পিচ উঠে খোয়া, পাথরও নিশ্চিহ্ন হয়ে গেছে।
কিছু এলাকায় বৃষ্টির পানি সরানোরা জন্য নতুন ড্রেন নির্মাণ করা হলেও ড্রেনের মধ্যে ময়লা আটকে পানি জমে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে ওয়ার্ড বাসীদের স্বাস্থ্যহানীর আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুম শেষ হয়ে এখন শীত কাল। বর্ষার সময় সাতক্ষীরার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু অন্যান্ন এলাকা থেকে জলাবদ্ধতার পানি সরে গেলেও পৌরসভার ২নং ওয়র্ডের মুনজিতপুর লম্বাটালি এলাকার রাস্তা এখনোও পানির নিচে। লম্বাটালি পূর্বপাড়া থেকে অজেদ আলী পেশকারের বাড়ি পর্যন্ত রাস্তার উপরে পানি জমে থাকতে দেখা গেছে। শেখ হাবিবুর রহমানের বাড়ির উঠানেও পানি জমে আছে।
ড্রেনের ভেতর পানি জমে পোকা-মাকড় ও মশা জন্মাচ্ছে। ড্রেনের পানি পচে দূর্গন্ধ ছড়িয়ে অত্র এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, লম্বাটালির এলাকার শফিউল আযম জামে মসজিদে মুসুলি¬রা পাঁচ ওয়াক্ত নামজ আদায় করতে গিয়ে চরম দূর্ভোগে পড়েন। বিভিন্ন বাড়ির গোসলের পানি, বাথরুম ও টয়লেটের ময়লা পানি এসে রাস্তা তলিয়ে যাওয়ায়, নামাজ পড়তে যাওয়া মানুষদের ওই ময়লা পানি মেখে মসজিদে যেতে হয়। এমন চরম দুর্ভোগ দীর্ঘদিন যাবত পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দারা কতৃপক্ষকে তাদের কষ্টের কথা একাধিকবার বললেও এলাকার চিত্র সেই একই রকম রয়েছে। কোন পরিবর্তন আসেনি। কতৃপক্ষ জনদূর্ভোগ এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন মাত্র। পৌরসভা কর্তপক্ষের কোন পদক্ষেপ না পাওয়ায় স্থানীয় অজেদ আলীর নেতৃত্বে শফিউল আযম জামে মসজিদে যাওয়ার রাস্তাটিতে ব্যক্তিগত উদ্যোগে সুরকি ও আদলা ইট ফেলে আংশিক সংস্কার করা হয়েছে। এলাকাবাসীরা বলেন, সারা বছর কতৃপক্ষের কোন খোঁজ আমরা পাইনা। এখন ভোট এসে গেছে তারা ভোটের জন্য এলাকায় এলাকায় ঘুরছেন।
The post উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cwAT4U
No comments:
Post a Comment