Thursday, February 18, 2021

সম নাগরিকত্ব অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পবিত্র সংবিধান সকল নাগরিকের অধিকার নিশ্চিত করেছে। তাদের ধর্ম, বর্ণ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে একই সুযোগসুবিধা পাবার অধিকার রয়েছে। অথচ এই অধিকার থেকে সমাজের একটি অংশ বঞ্চিত হয়ে আছে। বঞ্চনার শিকার এইসব জনগোষ্ঠীকে তাদের সম নাগরিকত্ব এবং সমান অধিকার ফিরিয়ে দিতে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নারে ‘এডাব’ আয়োজিত সমনাগরিকত্ব শীর্ষক এক সেমিনারে একথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি আরও বলেন, বাংলাদেশে বহু ধর্মের মানুষ বসবাস করে। তাদের মধ্যে এই সম নাগরিকত্ব এবং সম অধিকার ভিত্তিক চেতনা গড়ে তুলতে হবে। ধর্মগতভাবে যে যার ধর্ম পালন করবেন স্বাধীনভাবে। ‘এডাব’ এর সাতক্ষীরা জেলা সভাপতি মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম।

সেমিনারে মূল বক্তব্য পড়ে শোনান এডাবের বিভাগীয় সম্পাদক রেজাউল করিম। সেমিনারে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেএসডির সভাপতি সুধাংশু শেখর সরকার, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, এডাবের সাতক্ষীরা জেলা সেক্রেটারি পারভিন আক্তার এবং ঝাউডাঙা ইউনিয়ন পরিষদ সদস্য অপর্না দাস।

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ সৌভ্রাতৃত্বে বিশ^াসী। আমাদের রাষ্ট্র এবং সংবিধান সমান অধিকার ভোগ করার অধিকার দিয়েছে। অথচ কিছু কিছু ক্ষেত্রে আমরা সামাজিকভাবে নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছি। এর ফলে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র মানুষ, দুর্গম এলাকার মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের সদস্য, ধর্মীয় সংখ্যালঘু এবং দলিত সমাজের মানুষ এই বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে তাদের উদ্ধার করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, এজন্য পরস্পরকে সম নাগরিকত্ব ও সম অধিকার সম্পর্কে অবহিত করতে হবে। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, যদি কেউ সমঅধিকার না পান, তাহলে সেক্ষেত্রে তিনি উচ্চ আদালতের আশ্রয় নিতে পারেন। আদালত এটি নিশ্চিত করবে। ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াস করে। এই চেতনাই হলো নিজেদের মধ্যকার সকল বৈষম্য দূর করে এক ও অভিন্ন সমাজ ব্যবস্থায় বসবাস করা।

The post সম নাগরিকত্ব অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3s8JNu2

No comments:

Post a Comment