Thursday, February 18, 2021

স্থানীয় সরকার কার্যক্রমে যুব সম্পৃক্তকরণে গণশুনানী https://ift.tt/eA8V8J

স্থানীয় সরকার কাঠামোয় যুবদের সম্পৃক্তকরার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরা জেলায় ইয়ুথ-লিড ডিজিটাল এনগেজমেন্ট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের মাধ্যমে যুবরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় সরকারের নানা সেবামূলক কাজে সম্পৃক্ত হচ্ছে। এই যুব সম্পৃক্ততা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে সিডো সাতক্ষীরার আয়োজনে ১৮ ফ্রেব্রুয়ারি সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় সরকার কার্যক্রমে যুব সম্পৃক্ততা বিষয়ক এক গণশুনানী এর আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামছুর রহমান বিশেষ অতিথি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ এবং স্থানীয় যুব সমাজের প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। গণশুনানীতে সিডো সংস্থার যুব স্বেচ্ছাসেবীরা তাদের স্থানীয় পর্যায়ে ভাবে জরিপ থেকে প্রাপ্ত নানা তথ্য তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী কমিটির কার্যক্রমে স্থানীয় যুবদের সম্পৃক্ত করা ও ইউনিয়নবাসীর সুবিধার্থে কমিউনিটি এম্বুলেন্স এর ব্যবস্থা করার বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ দ্রুত আলোচ্য বিষয়গুলোর উপর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। গণশুনানী পরিচালনা করেন সিডো’র প্রোজেক্ট অফিসার প্রতাপ কুমার মন্ডল এবং ইয়ুথ চ্যাম্পিয়ন মো. আবুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি

The post স্থানীয় সরকার কার্যক্রমে যুব সম্পৃক্তকরণে গণশুনানী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ayYKzA

No comments:

Post a Comment