Tuesday, February 23, 2021

কলারোয়া সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বিকাল ৫টার সময় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রব স্কুল জাতীয়করণ করার নাম করে স্কুলের বিভিন্ন শিক্ষকের নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমার কাছ থেকে প্রথমে ৫২ হাজার ২০০ টাকা নেয় এবং পূনরায় তিনি আরও টাকা দাবী করেন আমি টাকা দিতে অস্বীকার করলে প্রধান শিক্ষক আব্দুর রব আমার উপর তেড়ে উঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি বিভিন্ন সময় আমার হয়রানি করে থাকেন বলে অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন স্কুল জাতীয়করণ করার নামে প্রত্যেক শিক্ষকের নিকট থেকে ১ লাখ করে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করেছেন। তিনি এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব ও সহকারী শিক্ষক মাহফুজা খাতুন।

The post কলারোয়া সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NULD2w

No comments:

Post a Comment