Tuesday, February 23, 2021

মুজিব বর্ষের ঘর বিতরণে অনিয়মের প্রতিবাদে কলারোয়ার রাজপুরে মানববন্ধন https://ift.tt/eA8V8J

এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): সরকারি আর্থিক সহযোগিতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ প্রকল্পের আওতায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামের ভূমিহীনদের মাঝে ৫টি ঘর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়।

 

সম্প্রতি ৮টি ঘরের মধ্যে ৫টি ঘর নির্মাণ করা হয়েছে। ৩টি ঘরের নির্মাণ কাজ চলমান। কিন্তু ঘরটি নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় গ্রামের সচেতন মহল নির্মাণ কাজে বাঁধা দিয়েছে।

গ্রামবাসী জানায়, সরকারি জায়গার পুরাতন ঘর ভেঙে যেনতেন করে ৩টি ঘর নির্মাণ করার সময় গ্রামের লোকজন ঘরের ভিত ভেঙে গুড়িয়ে দিয়েছে। পুরাতন ও ২নং ইট নি¤œমানের বালী, নামমাত্র সিমেন্ট দিয়ে ঘর তৈরী করা হচ্ছে। মাটির উপর থেকে ভিত তৈরী করা হয়েছে। কলাগাছ আর্বজনা দিয়ে নিচু জায়গার খানা গর্ত সমান করে ঝুঁকিপূর্ণভাবে ঘরের পোতা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৩ ফেব্রুয়ারি বেলা ২টার দিকে রাজপুর বাজার সংলগ্ন সড়কে ভুক্তভোগিরা মানববন্ধন করে অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। গ্রামবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে৷

The post মুজিব বর্ষের ঘর বিতরণে অনিয়মের প্রতিবাদে কলারোয়ার রাজপুরে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3syg8L1

No comments:

Post a Comment