Saturday, February 20, 2021

সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘বিএসএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর করে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় সাতক্ষীরা প্রেসক্লাব সম্মেলন কক্ষে শনিবার দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়াসিউল আজাদ সাকিব। ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের পৃথক ৮টি দলের ২৪জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।

সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো, আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান।

সঞ্চালনার ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সামাদ। সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সদস্য শাহিদুর রহমান ও সদস্য ইয়ারুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, অধ্যাপক আনিসুর রহিম ও
প্রভাষক মোমেনা খাতুন। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশশেরুর রহমান, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিতর্ক আয়ত্ত করে নিজেদের মেধার বিকাশ ঘটাতে সক্ষম হয়। বিজ্ঞাপন বিষয়ক বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানেরপ্রতি গবেষণাধর্মী ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলে। বক্তারা আরো বলেন, সমকাল গণমানুষের কথা বলাসহ বিজ্ঞানমনস্ক আগামী প্রজন্ম গড়ে তুলতে প্রতিবছর বিতর্ক উৎসবের আয়োজন করে আসছে। এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘বিএসএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sa4iX2

No comments:

Post a Comment