Saturday, February 20, 2021

শ্রীউলা ইউপি চেয়ারম্যান সাকিলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ’লীগ নেতা মুজাহিদ হোসেন মিন্টু, স্থানীয় মসজিদের ইমাম মো. মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল শ্রীউলা ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন হয়ে নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিবারই নির্বাচনে জয়লাভ করে ইউনিয়নের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি ইউনিয়নে ব্যাপকভাবে গ্রামীন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দুর্নীতির উর্দ্ধে থেকে অত্যন্ত সততার সাথে ভিজিডি কার্ড বিতরণ, ১০ টাকা কেজি দরের চাল গ্রাহকদের তালিকা তৈরী, কর্মসৃজন কর্মসূচীসহ এডিপি ও এলজিএসপি প্রকল্পের কাজ সরকারি নির্দেশনা মোতাবেক সঠিকভাবে বাস্তবায়ন করেছেন।

বক্তারা বলেন, চেয়ারম্যান সাকিলের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলের নির্দেশ অমান্য করে গত ইউপি নির্বাচানে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতাকারি দীপংকর বাছাড়, তাকে সহায়তাকারি নুর মোহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জোয়ার্দ্দার, একাধিক মামলার আসামী আলাউদ্দিন লাকি, ইউপি মেম্বর মজিদা বেগম, এড. জহুরুল ইমলামসহ আরও কয়েকজন এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছেন। ইউপি নির্বাচন সমাগত হলেই এই মহলটি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে সক্রিয় হয়ে উঠে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

The post শ্রীউলা ইউপি চেয়ারম্যান সাকিলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qG4NYr

No comments:

Post a Comment