Wednesday, February 17, 2021

আশাশুনির বুধহাটায় ইরাবতি ইটভাটার অবৈধ পাকাঘর অবশেষে অপসারণ https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির বুধহাটায় ইরাবতি ইটভাটায় পাউবো’র বেড়িবাঁধে অবৈধ পাকাঘর অবশেষে অপসারণ করা হয়েছে। উপজেলার বুধহাটায় সম্প্রতি ইরাবতি ব্রিক্স পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়িবাঁধের স্লোব অবৈধ দখল নিয়ে পাকা ঘর নির্মাণ করে। বিষয়টি নিয়ে দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্রিকায় ফালাও করে খবর প্রকাশিত হলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা নড়ে বসেন। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এ খবরে পরদিন ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে পাউবো’র বাঁধের অবৈধ ভাবে মাটি কেটে পাকাঘর নির্মাণ ও ইটভাটায় ভরাট কাজ করায় মালিককে ১লক্ষ টাকা জরিমানা করেন। সাথে সাথে অবৈধ স্থাপনা অপসারণে ইটভাটা মালিককে নির্দেশনা ও পাউবো কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। পাউবো’র পক্ষ হতে কয়েকবার ভাটা কর্তৃপক্ষকে ঘরের কার্যক্রম বন্ধসহ অপসারনের জন্য নোটিশ করা হয়। কিন্তু, নোটিশকে তুয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইটভাটা কর্তৃপক্ষ তালবাহনা করে ও প্রভাব খাটিয়ে সময় ক্ষেপন করে ঘরই নির্মাণ করে। এক পর্যায়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, এসও ছাবিউর রহমান, রাজস্ব কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ পাউবো’র কর্মচারী ও ফোর্স নিয়ে অবৈধ স্থাপনা অপসারণে ইটভাটায় উপস্থিত হলেই এসকে বিটার মেশিনে ইটভাটা কর্তৃপক্ষ নিজেরা স্বেচ্ছায় ঘর অপসারণ করে নেয়।

The post আশাশুনির বুধহাটায় ইরাবতি ইটভাটার অবৈধ পাকাঘর অবশেষে অপসারণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3u7Mz4p

No comments:

Post a Comment