Wednesday, February 17, 2021

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ https://ift.tt/eA8V8J

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে শহীদ জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, এড. সরদার আমজাদ হোসেন, এড. মহিদুল ইসলাম, এড. এবিএম সেলিম, এড. মোস্তফা জামান, এড. ফেরদৌস হোসেন, এড. কামরুজ্জামান, এড. জিয়াউর রহমান, এড. আবু সাঈদ রাজা, এড. সিরাজুল ইসলাম, এড. খোরশেদ আলম ডালিম, এড. সরদার সাইফ, এড. শাহরিয়া হাসিব, এড. তারিক ইকবাল অপু, এড. আসাদুর রহমান বাবু, এড. ফিরোজ আহমেদ প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার আহ্বানে এ দেশে কৃষক-শ্রমিক-ছাত্র জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। রাজনৈতিক প্রতি হিংসার চরিতার্থের জন্য বর্তমান সরকার তার বীর উত্তম খেতাব বাতিল করেছে। যা এ দেশের দেশ প্রেমিক জনতা মেনে নেবে না। যতই ষড়যন্ত্র হোক না কেন শহীদ জিয়ার নাম মুছে ফেলা যাবে না। তিনি অবিলম্বে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুস সাত্তার-১, এড. আব্দুস সামাদসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন। প্রেসবিজ্ঞপ্তি

The post জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dnkBeQ

No comments:

Post a Comment