Tuesday, February 23, 2021

আম্পানে ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের আর্থিক সহায়তা প্রদানে শ্যামনগরে অনিয়মের অভিযোগ https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: করোনার প্রভাবে ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ঘের মালিকদের আর্থিক সহায়তা প্রদানে সরকার একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পে শ্যামনগরে ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার সকালে প্রান্তিক শত শত ঘের মালিক উপজেলা মৎস্য অফিসে এসে তাদের অভিযোগের কথা বলেন। এছাড়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রকৃত ঘের মালিকদের পক্ষ থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের চাচাতো ভাই বিশ্বজিৎ কুমার মন্ডল অর্থের বিনিময়ে তালিকা প্রণনয়ন করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসি। ৭নং মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল তালিকা অনিয়মের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। নির্বাহী অফিসার জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফানে সুন্দরবন উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে মৎস্য ঘেরগুলো পানিতে প্ল¬াবিত হয়ে দীর্ঘদিন জোয়ার ভাটায় প্রবাহমান থাকায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় সরকার কর্তৃক একটি প্রকল্পে বাজেট প্রণনয়ন করে ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের আর্থিক অনুদান বরাদ্দ করেন। শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা ছাড়া নিজের লোক দ্বারা অর্থের বিনিময়ে তালিকা প্রণনয়ন করেন। এতে ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের নাম অন্তর্ভুক্ত না করে ঘের নেই এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে টাকা পাওয়া অনেকে জানান, তাদের পাওয়া টাকা থেকে অর্ধেক টাকা তালিকা প্রণনয়নকারীদের দিতে হয়েছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মৎস্যঘের, সাদা মাছের ঘের, কাঁকড়ার হ্যাচারীর বিভিন্ন ক্যাটাগরি ৪ হাজার ৮শত ৫ জন এর নাম তালিকাভুক্ত হয়েছে। তবে অনেকে এখনও টাকা পাইনি। তিনি আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে প্রকল্পের পক্ষ থেকে লোক দিয়ে তালিকা প্রণনয়ন করা হয়েছে। তবে- অনিয়ম ও অর্থ লেনদেন হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post আম্পানে ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের আর্থিক সহায়তা প্রদানে শ্যামনগরে অনিয়মের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aO8FRC

No comments:

Post a Comment