Tuesday, February 23, 2021

চিংড়ি চাষ নিয়ে ফোয়াবের সেমিনার https://ift.tt/eA8V8J

মঙ্গলবার সকালে খুলনা রায়েরমহল পশ্চিমপাড়া ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পে ‘ফিসফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াব’ আয়োজিত ফিশারিজ প্রোডাক্টাস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় ও ফোয়াব-এর যৌথ অর্থায়নে মৎস্য অধিদপ্তর, খুলনার সহযোগিতায় ‘কোভিট-১৯ মহামারীকালীন সময় চিংড়ি চাষ ক্ষেত্রে সমস্যাসমূহ উদ্ভাবনের লক্ষ্যে সম্ভাব্য পন্থা নির্ধারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল ও তাঁর সহধর্মিনী মিসেস সাহানা ইয়াসমিন শম্পা’র আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দিনব্যাপী সেমিনারের সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন এবং পরিচালনা করেন ফোয়াব রূপসা উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান কচি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন শ্রম আদালতের সদস্য শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন এফপিবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম নির্বাহী পলাশ কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑফোয়াব খুলনা আঞ্চলিক কমিটির আহ্বায়ক লস্কর উবায়দুর রহমান, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির লি. এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, চহেরা ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পের সভাপতি বিকাশ সরকার, ডুমুরিয়া উপজেলা ফোয়াবের আহ্বায়ক আব্দুর রশীদ, রায়েরমহল পশ্চিমপাড়া ক্লাস্টার চিংড়ি চাষ প্রকল্পের সভাপতি শেখ শাকিল হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগ নেত্রী বুলুরানী ম-ল, ফোয়াবের প্রোগ্রাম নির্বাহী তপক ম-ল তপু, জেসমিন আক্তার, রুমা বেগম, বাবুল শেখ, এড. মেহেদী হাসান, দুর্গা রয়া, রতœা বিশ্বাস, শ্রাবন্তী বিশ্বাস প্রমুখ। সভাপতি বলেন, প্রান্তিক চিংড়ি চাষীদের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক। টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে তাই সকলে মিলে কাজ করতে হবে। সেমিনার শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কোভিড-১৯ মহামারীকালীন প্রান্তিক চিংড়ি চাষীদের সমস্যার উপর রচিত নাটক মঞ্চয়িত করেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

The post চিংড়ি চাষ নিয়ে ফোয়াবের সেমিনার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sjKW1N

No comments:

Post a Comment