Wednesday, February 17, 2021

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইপূর্বক তালিকা প্রকাশ https://ift.tt/eA8V8J

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি ঘোষণা অনুযায়ী বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ২০২০-২১ গত ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জামুকার প্রতিনিধি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যে ৮৩ জন বীর মুক্তিযোদ্ধার ৭৮ জনের যাচাই বাছাই করা হয়। উক্ত ৭৮ জনের মধ্যে ২০ জন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা ও ৩ জন বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সঠিক আছে মর্মে কমিটি সর্বসম্মতভাবে রিপোর্ট দাখিল করে। বাকী বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় আপিলসহ বাতিল করা হয় বলে সূত্র মতে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয়েছে। কমিটির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত ও কাগজপত্র মূল্যায়ন করে যাচাই বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ইউএনও তাছলিমা আক্তার জানান।

The post দেবহাটায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইপূর্বক তালিকা প্রকাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2OO0Wuz

No comments:

Post a Comment