Friday, February 19, 2021

ধ্রুপদীর পতন হলে https://ift.tt/eA8V8J

এবাদুল হক
রাস্তায় তুমি হোঁচট খেয়ে পড়ছিলে একুশে ফেব্রুয়ারি
তুমি হাঁটছিলে কোনও ঐতিহাসিক মিছিলে নয়, একা
দৈনন্দিন অভ্যাসের মত একা স্বপ্নের দিকে
অথবা কারও দিকে নয় যাচ্ছিলে নিজের কাছে একান্ত নিজের কাছে
গোধূলির জলময় স্পন্দনের মধ্যে তুমি কি রকম হয়ে গেলে
শেষ পতনের পূর্বে তোমাকে আচ্ছন্ন করে রেখেছিল
বিস্মৃত গানের সুরগুলি
দেখলাম তোমার নিরাভরণ ছায়া একবিন্দু কালির মত
মিলিয়ে গেল জনপদের তারল্েয
তোমার পতন হল নিঃশব্দে
কারণ তুমি কারও প্রতিনিধি নও কোন জাতির
অথবা দেশের কোন বর্ণের অথবা ভাষার
তুমি নিজেই নিজেকে করেছিলে শাখা প্রশাখাহীন।

হে করাত কলের কিশোরী গিন্নি
তোমার শহরে কোনো বোমা পড়েনি
ভূমিকম্পের ফাটলে তুমি বেড়ে ওঠোনি চারা গাছের মতন
করাতির উগ্রহাতের পীড়ন আর কাঠগুঁড়োর গন্ধে
তুমি কেমন অন্যরকম হয়ে গেলে
তুমি হারিয়ে যেতে শুরু করলে ধীরে ধীরে
তোমার বুকের গভীরে ঢাকের বাজনা বাজে,
রাত্রির দেয়ালে ঢাকির লোভহীন নৃত্য
ঢাকের বাজনা বাজে আর তোমার
দেবীপ্রতিম সারল্যের ঘটে অবসান।
তোমার কপালের লালটিপ তখন আধবিঘত লম্বা।

আমার ভয়ের সম্মুখে তুমি কপালের ঘাম মুছে নিলে বামহস্তে
তোমার ‘পরে খেলে যায় ধীর জলগ্রোত
দেখতে থাকি তোমার কম্পন
কী সুন্দর তুমি ক্ষয়ে গেলে,
কী সুন্দরভাবে তুমি ক্ষয়ে, তুমি ক্ষয়ে যাও
তোমার নাসিকার বঙ্কিমমাধুর্য পর্যন্ত কীরকম
নিষ্ঠুরতা করে যায়
শেষ সূর্যের কাছাকাছি কেন তুমি নিজস্ব স্তন ছুঁয়ে
এমন উদ্ধত ভঙ্গিতে দাঁড়াও।

কোনদিন নিজেকে মনে হয়নি এত অসহায়
তোমার পতন আমাকেও পতিত করে দেয়
তোমার একাকিত্ব থেকে জন্ম নেয় আমাদের সন্তানেরা
তোমার বেদনা পেরিয়ে তারা চলে যায় অনির্দশ্যে পৃথিবীর দিকে।

রাস্তায় পড়েছিল একজোড়া জুতো
কিন্তু অনেকগুলো পা
কিংবা একজোড়া পা অনেকগুলো জুতো
একজন মানুষের কতজোড়া জুতো প্রয়োজন
একজোড়া জুতোর কতজোড়া পা?

চিড়িয়াখানায় জিরাফের পায়ে জুতো দেখে আমরা
কেউ এরকম বেয়াড়া প্রশ্ন করিনি
তুমি শুধু নিজের পায়ের দিকে চেয়ে মুচকি হেসেছিলে
অসাধারণ প্রশ্নের মুখোমুখি হতে কেউ চাইনি আমরা
অথচ তোমাকে হাসতে দেখিনি কোনদিন।

তুমি কি ভয় পেয়েছিলে আমরা বেশি খরচ করে ফেলেছি বলে
জমিয়ে রাখছিলে রূপান্তরের মুহূর্তগুলো
যেন আমাদের সন্তানেরা অশ্রুপাত করতে পারে
কান্নাহাসির শব্দগুলি যেন তারা ভুলে না যায়।

রে ঈশ্বর! আমরা কি ক্ষয়ে গেলাম আমাদের
সন্ততির সুস্বাস্থের জন্য।
হা ঈশ্বর আমরা কি নীরব হয়ে গেলাম
আমাদের সন্ততির কলরবের জন্য।

এখন আমার ঝিনুক খুলতে ভয় করে
তার মধ্যে লুকিয়ে রয়েছে কোন সমুদ্র,
কোন মহাদেশ।

The post ধ্রুপদীর পতন হলে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2M74Iy9

No comments:

Post a Comment