নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলারোয়া পৌরসভা হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং আমাদের কলারোয়া প্রকল্প ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগামি ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। শিক্ষক ও ছাত্র ছাত্রীদের দিবসটি পালন ও সচেতনতা বৃদ্ধির কৌশলের উপর গুরুত্বারোপ করে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
প্রধান বক্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্ল¬াহ আমান, পৌরসভার প্রোকৌশলী ওয়াজিহুর রহমান, সহকারী সুপার আয়নুদ্দীন আহমেদ, শিক্ষক পার্বতী পাল, রোজিনা খাতুন, নাজনীন হাসিনা, শেখ শাহাজাহান আলী শাহিন, ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার সোহেল রানা বাবু, মো. মাসুদ প্রমুখ।
The post কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dBIuzH
No comments:
Post a Comment