Wednesday, February 17, 2021

এইচএসসি ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সমস্যা ও সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় করোনা পরিস্থিতিতে এইচএসসি ফলাফলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সমস্যা ও সহযোগিতা বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় তঘজঋ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সডিসি)’র যৌথ আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় কলারোয়া পৌর-সদরের খাদ্য গোডাউন সংলগ্ন সিডিসি’র কার্যালয়ে এইচএসসি ফলাফলপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সমস্যা ও সহযোগিতা বিষয়ে উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, সিডিসি’র উপদেষ্টা সমাজ সেবক শেখ আমজাদ হোসেন’র সভাপতিত্বে ও গণ মৈত্রীর পরিচালক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, অধ্যাপক ইদ্রিস আলী, সহকারি অধ্যাপক ও সাংবাদিক কেএম আনিছুর রহমান, সহকারি অধ্যাপক ইসমাইল হোসেন, সিডিসি’র চেয়ারম্যান হাসান নাজমুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, এইচএসসি পাশকরার পর দেশের ৮০ ভাগ দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখা-পাড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর উচিৎ হবে দেশ উন্নয়নে ও জাতীকে মেধাবী করার লক্ষে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভর্তি ফি-সহ অন্যান্য খরচ কমিয়ে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা।
মতবিনিময় সভায়সিডিসি’র চেয়ারম্যান হাসান নাজমুল ইসলাম বলেন, দেশের সব চেয়ে কম খরচে তঘজঋ বিশ্ববিদ্যায় বিবিএ, এমবিএ ও অর্থনীতিতে পড়ার সুযোগ করে দিবে। সাতক্ষীরা জেলার অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের জন্য সিডিসি রিলেশনশীপ সেন্টার হিসেবে কাজ করবে। এজন্য তিনি সবাইকে সিডিসি কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে তঘজঋ বিশ্ববিদ্যায়ের স্মারক উপহার প্রদান করা হয়।

The post এইচএসসি ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সমস্যা ও সহযোগিতা বিষয়ে মতবিনিময় সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3arKx7d

No comments:

Post a Comment