Thursday, February 18, 2021

কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবি: একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ https://ift.tt/eA8V8J

 সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে বাবর আলী (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়ায় তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাবর আলী আশাশুনির কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে।
তবে, ট্রলার ডুবির পর ৫৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন শফিকুল ও আজিজ নামে দুই শ্রমিক।
প্রত্যক্ষদর্শী হাসানুল বান্না জানান, দুপুর ১২টার দিকে কপোতাক্ষ নদের দশালীয়ায় সাদা কিছু একটা ভাসতে দেখা যায়। তখন পাড়ে থাকা মানুষ চিৎকার করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারে আনে। তবে, এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চলছে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকী দুইজনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিল। তার মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

The post কুড়িকাউনিয়াতে ট্রলার ডুবি: একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37pwi0Q

No comments:

Post a Comment