Tuesday, February 23, 2021

শ্যামনগরে সংবাদ তথ্য সংগ্রহকালে চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছিত! https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের হাতে সাংবাদিক আক্তার হোসেন লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সরকার কর্তৃক সুন্দরবন সংলগ্ন গোলাখালী নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন করলে দৈনিক পত্রদূত পত্রিকার রমজাননগর ইউনিয়ন প্রতিনিধি মো. আক্তার হোসেন তথ্য সংগ্রহে যান। অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করে সংবাদটি প্রকাশ করেন। গত ২২ ফেব্রুয়ারি সাংবাদিক আক্তার হোসেন সংবাদ সংগ্রহ করতে কৈখালীর জয়াখালী মোড়ে পৌঁছলে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সাংবাদিক আক্তার হোসেনের পথ অবরদ্ধ করেন এবং তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কাধাক্কি করেন। পরে সাংবাদিক আক্তার হোসেন বিষয়টি তার সহকর্মী সাংবাদিকদের জানান। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

স্থানীয় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা ক্রমাগত বাড়ছে। অনেক ক্ষেত্রে সাংবাদিক নির্যাতনের এসব ঘটনা ঘটছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায়। সাংবাদিকরা যে শুধু সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলে প্রকাশ্যে এমন হামলার শিকার হচ্ছেন তা নয়; দেশের বিভিন্ন স্থানে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চোরাগোপ্তা হামলা চালানোর বহু ঘটনা ঘটেছে। আরও উদ্বেগজনক হলো সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের বেশিরভাগ ঘটনারই সুষ্ঠু বিচার হচ্ছে না।
তবে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনা অস্বীকার করেন।

The post শ্যামনগরে সংবাদ তথ্য সংগ্রহকালে চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্ছিত! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bBNFgt

No comments:

Post a Comment