দেবহাটা সংবাদদাতা: দেবহাটার চিনেডাঙ্গায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। খালটি দখল হলে বাঁধাগ্রস্ত হতে পারে পানি নিষ্কাশন ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত পরিবার। আর এসব অভিযোগ উঠেছে উপজেলার চিনেডাঙ্গা গ্রামের মৃত কাশেম আলী গাজীর পুত্র জামাত আলীর বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, চিনেডাঙ্গা গ্রামের পার্শ¦বর্তী পাতনার বিলের ডয়রা নামক সরকারি খালের একটি অংশ চিনেডাঙ্গা জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের নামে বন্দোবস্ত নিয়ে মসজিদের উন্নয়নকল্পে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছে। কিন্তু স্থানীয় জামাত আলী প্রতি বছর তার ঘেরের জমি বাড়ানোর জন্য খালে মাটি ফেলে ঘের দখল করে আসছে। মসজিদ কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বার বলার পরেও সে কোন কর্ণপাত না করে তার ঘেরের জমি বাড়িয়েই চলেছে। আর এভাবে দখল করতে থাকলে পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত পরিবার। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মসজিদ কমিটিসহ স্থানীয় জনসাধারন সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জামাত আলীর কাছে জানতে চাইলে তিনি আবার মাটি তুলে নিবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোনাজাত গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, খালের জমি মসজিদ কমিটি ভোগ দখল করে। জামাত আলীকে বার বার বললেও তিনি শোনেন না।
The post দেবহাটার চিনেডাঙ্গায় সরকারি খাল দখলের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pQJTom
No comments:
Post a Comment