পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার সোলাদানায় ইউপির বেতবুনিয়ায় ১০ কেজি গরুর মাংস চাঁদা হিসেবে প্রদান না করায় আব্দুর রাজ্জাক নামের এক কসাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে দু’বিএনপি নেতার বিরুদ্ধে। দু’নেতাই আবার সহোদর। আব্দুল মজিদ গোলদার উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবং জাহাঙ্গীর গোলদার জেলা বিএনপির সদস্য। অভিযোগে জানা যায়, কসাই রাজ্জাক মল্লিক বেতবুনিয়া ফেরিঘাট বাজরে সোমবার সকাল ১০টায় গরু জবাই দিয়ে মাংস বিক্রি করার সময় বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার এসে ১০ কেজি মাংস চায়। কসাই দিতে না চাইলে বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার, লাভলু গোলদার, সুপিয়ান গোলদার, নয়ন গোলদার, জসিম গোলদার মাংস নিয়ে যেতে চাইলে কসাই বাঁধা দিলে তাকে বেধড়ক হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী এসে কসাই রাজ্জাককে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধী আছে।
হাতুড়ি পেটার ঘটনায় বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার বলেন, মাংস চাঁদার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হেয় করতে তারা আমাদের উপর হামলা করেছে।
কসাই রাজ্জাকের স্বজনরা জানান, দুই বিএনপি নেতা এলাকায় দীর্ঘদীন ধরে ত্রাসের রাজত্ব করছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তাদের দু’ভাইয়ের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। মারপিটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
The post পাইকগাছায় মাংস না দেয়ায় কসাইকে হাতুড়ি পেটার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Dj0HSQ
No comments:
Post a Comment