গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে দুই পুলিশ সদস্য ও এক স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত মোট ৪ হাজার ৮৪৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে ৩ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে।
এর মধ্যে ১ হাজার ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ৮০৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
পত্রদূত ডেস্ক:
The post নতুন সনাক্ত ৬, সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31FAQxX
No comments:
Post a Comment