Friday, August 28, 2020

বাবুলিয়ায় ইটভাটা সরদার সমিতির সভাপতির দাফন সম্পন্ন: গভীর শোক https://ift.tt/eA8V8J

বাবুলিয়ার ইটভাটা সরদার সমবায় সমিতির সভাপতি আব্দুল গফ্ফার (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিলিøাহি —-রাজেউন)। তিুিন বাঁশঘাটা গ্রামের আয়ুব আলির ছেলে। বৃহস্পতিবার রাতে ষ্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে শুক্রবার সকাল ১০টায় বাঁশঘাটা ঈদগাহ ময়দানে আব্দুল গফফারের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে আগরদাড়ীর আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, বাবুলিয়ার ইটভাটা সরদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, মানু, বাদশা, আলফাজ, আমিরুল, সিদ্দিক, জিয়াসহ সর্ব¯Íরের মানুষ অংশ গ্রহণ করে।

এদিকে আব্দুল গফফারের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানসহ বাবুলিয়ার ইটভাটা সরদার সমবায় সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

The post বাবুলিয়ায় ইটভাটা সরদার সমিতির সভাপতির দাফন সম্পন্ন: গভীর শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YHaYjj

No comments:

Post a Comment