সৌহার্দ সিরাজ
এখনও কোনো পাড়ারই ঘুম ভাঙেনি!
ও ঘুম কী আর ভাঙবে সহজে
ভেবে পাই না,
একই মানুষ কত রং
একই মানুষ আলাদা আলাদা মগজে লোভের বিছানা পেতেছে।
পৃথক পৃথক ধরণ হিংসার
মীমাংসার মেরুকরণে একই রকম
দুঃখ-দাপট
হেলাফেলা আচানক আকাশের চিত্রে রংয়ের ব্যাপক গোলমাল
বৃষ্টির সুখ সামলে না চলা উদার বুক
কবুতরের জন্য আর পথে পথে শস্য ছড়ায় না কেউ,
নোংরা জলের পেটে হজম হয়ে গেছে বিশ্বাসের উপাদেয় সবজির ক্ষেত।
বন্যা হাসছে দুয়ারে দাঁড়িয়ে
গেরুয়া মনসবদারি বিদীর্ণ বুকের দিকে
উচু করে আছে পা
মনের মধ্যে দুপুর আর দোয়েলের বাস
এক সাথে ওরা কখনও হতে দেবে না
অথচ নদীতে জীবন আমাদের,
নদীর জীবনের সাথে হাত মেলানো নিয়তি
আবেগে সংযোগে অপেক্ষার গান করেছে জমা
যেতে চাই
কি করে যাই কবি তোমার অমরাবতী!
শেয়ালেরা দলবেঁধে প্রত্যেকটা পথের মুখে
সভা বসিয়েছে।
বুঝি গো নিষাদ বুঝি সব।
একটু একটু করে আমাদের লোকাচারের হাতে উঠছে
আধুনিক আধুনিক গেলাশে হালকা হেমলক
বুঝে গেছি সুন্দরের সব আরাধনা বিবেকের ঔচিত্ত্যবোধ
তুমি না এলে হবে না কবি,
এরা আরও ভুলঘুমে যাচ্ছে জড়িয়ে
মানবিক পৃথিবী বলে ওরা চেনে না কিছু
জানে না
এই বিষাদের মন্দ্রধ্বণির মাঝে তোমাকেই বলতে হবে
আমি বিদ্রোহী ভৃগু; ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন।
The post বুঝি গো নিষাদ বিষাদের মন্দ্রধ্বণি সর্বত্র appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32AHPav
No comments:
Post a Comment