Saturday, August 29, 2020

হলুদ ঝিঙে ফুল https://ift.tt/eA8V8J

বাবুল চৌধুরী
বাঁশি বিষ হোক, তবুও কলে¬ালিত ধ্বনি
দ্রোহ ও প্রেমের বর্ণগুলি, বিনোদ বেণী
নীরব নার্গিস বন সরবে, সৌরভে জানায়,
আর যদি বাঁশি না বাজে, সে সংশয় ভুল।
কড়িকাঠে দুলে একমাথা খোলা চুল আর
তীব্র চাহনি ক্যালেন্ডারে তোমার মায়া-মুখ
হাসি, রহস্যঘন দৃষ্টি পলকে তিরবিদ্ধ করে
নার্গিস বনে এখনও মুখর কবিতার বুলবুল।
এখনও লোকালয়ে কীর্তন, মুখর ভাটিয়ালি
শোনা যায়, পরদেশী মেঘ আসে ফিরে যায়
তুমুল বিনোদ বেণী মূর্চ্ছিত সুরে গুনগুনায়
তোমাকে ধরেছে হৃদিপদ্মে হলুদ ঝিঙে ফুল।

The post হলুদ ঝিঙে ফুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32ys6sB

No comments:

Post a Comment