আবু ছালেক
ওরা স্বার্থপর ওদের থেকে সাবধান,
ওরা মানুষের ক্ষতি করে ওরা বেঈমান।
ওরা নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনেনা,
ওরা স্বার্থের বাহিরে কিছুই মানেনা।
ওরা স্বার্থের জন্য স্বপ্ন ঘরেও আবোল তাবোল করে,
ওরা স্বার্থের জন্য দিনে রাতে ছদ্ধ বেশে ভদ্র লোকের সাথে ঘোরা ফেরা করে।
ওরা স্বার্থের জন্য সহজ সরল ব্যক্তিদের সামনে রাখে,
ওরা পিছন থেকে আড়াল করে স্বার্থ উদ্ধার করে।
ওরা স্বার্থের জন্য যত কষ্ট হোক না কেন সব কিছু করতে স্বীকার,
ওরা স্বার্থ পাবে তাই যে ভাবে হোক না কেন এটাই ওদের অঙ্গিকার।
ওরা স্বার্থ ফুরালে কৌশল করে কেটে পড়ে,
ওরা আবার সংঘবদ্ধ হয়ে এক সাথে কাজ করে।
ওরা স্বার্থের জন্য একে অপরের মধ্যে বিরোধ সৃষ্টি করে,
ওরা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে।
ওরা স্বার্থ পর ওদের থেকে সাবধান,
ওরা যতই করুক চালাকি আমরা ততই হব নিষ্ঠাবান।
ওরা দেশের ক্ষতি করে ওরা সমাজের ক্ষতি করে,
ওরা স্বার্থের জন্য সকল বাধা উপেক্ষা করে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে।
ওরা স্বার্থ পর ওদের থেকে সাবধান,
ওরা কখনও বাঁচাবে না আমাদের দেশের সম্মান।
The post স্বার্থপর appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34KgSnm
No comments:
Post a Comment