Saturday, August 29, 2020

সাম্যের কবি নজরুল https://ift.tt/eA8V8J

সুদয় কুমার ম-ল
অস্থির সময় আভিজাত্যের প্রবল প্রতাপ
আকাশে বৈষম্যের কালো মেঘ
রাষ্ট্রীয় ক্ষোভের দাবদাহে
ঝলসানো রাজপথ।
কোণঠাসা মেহনতী মানুষ
শোষণ পীড়নের নৈমিত্তিক শিকার
সেই দুর্যোগকালীন, শান্তিবারতায়
নেমে এলো জ্যৈষ্ঠের ঝড়।
১১ জ্যৈষ্ঠ্য ১৩০৬, ২৪ মে ১৮৯৯ সাল
জন্মিল এক হতভাগ্য সন্তান
দুখু নাম রাখে দু:খি পরিবার
শৈশবে মাতৃ-পিতৃহারা পালিত চাচার আলয়।
বহু কষ্ঠে বেড়ে ওঠে অনাথ বালক
রুটির দোকান, লেটোর দল
মসজিদে মুয়াজ্জিন
জীবিকার তাগিদে, অদম্য মনোবল।
নবম শ্রেণিতে পড়াকালে এলো সুদিন
সেনাবাহিনীতে যোগ দিল হয়ে অধীর
লেটোর দলে গান গেয়ে পুরায় মন:স্কাম
দুখু মিয়া হলো কাজী নজরুল ইসলাম।
অস্বচ্ছলতায়, সংগতিহীনতা নানা বিদ্যালয় পরিবর্তনের কারণ
উচ্চ শিক্ষিত না হয়েও সব্যসাচী
জীবনযুদ্ধে বিজিত সংস্কৃতির ধারক।
জীবন যুদ্ধে অগ্র সৈনিক হাবিলদার নজরুল, জাতীয়তাবাদের ভাস্বর
বহ্নি শিখায় জ্বলে ওঠে, নির্যাতিত
নিপীড়িতের বোবা কান্নায়।
কারারুদ্ধ হয়েও তাঁর বিদ্রোহের
লেলিহান শিখা
সা¤্রাজ্যবাদীর বিরুদ্ধে
দাউ দাউ করে জ্বলে ওঠে
মেহনতি মানুষের কল্যাণে
গর্জে ওঠে বোধনবাঁশি।
‘ঐ নতুনের কেতন ওড়ে
কাল বৈশাখীর ঝড়
তোরা সব জয় ধ্বনি কর।’
ব্রিটিশ শাসককের টনক নড়ে যায়
বাঙালির অদম্য সাহস, অমিত প্রতিভায়।
‘শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরে শিকল তোদের করবো যে
বিকল।’
সাম্যের কবি নজরুল
বিদ্রোহী কবি নজরুল গেয়েছে
সাম্যের গান নির্মূল করতে সামাজিক অনাচার
পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার।
এক দিকে ক্ষয়িষ্ণু, অন্য দিকে বিনির্মান
আভিজাত্য আর বৈষম্যের সোপান তুলে
জ্ঞান গরিমায় হয়েছে মহিয়ান
জীবনের মৃত্যু স্বীকৃত, গুণের মৃত্যু নেই।
২৯ আগস্ট ১৯৭৬ সাল
মস্তিষ্ক আঘাতে দীর্ঘ দিন বধিরতায় ভুগে
বোবা কবির ঢাকার পিজি হাসপাতালে
মর্মান্তিক জীবন হলো অবসান।

The post সাম্যের কবি নজরুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32Q6msr

No comments:

Post a Comment