Saturday, August 29, 2020

মাটির চেয়েও মহা-নজরুল https://ift.tt/eA8V8J

সালেম সুলেরী
চুরুলিয়ায় গিয়েছিলাম আসানসোলের পথে,
কবির ভিটায় মা-মাটিকে পরখ করার ব্রতে।

 

কবি মানেই বাংলা ভাষার কাব্য-গানের রাজন,
নূরু মিয়া, দুখু মিয়া, বাহারী চুল, সাজন
গিয়েছিলাম জৈষ্ঠ মাসেই, জন্ম জয়ন্তীতে,
কবির নামে বিশাল মেলা, আরশিতে-পড়শিতে,
প্রমীলা তার স্ত্রী ছিলেন, কবরখানার পাশে
ভক্তি-গীতি, কাব্য-বয়ান উচ্ছ্বাসে উল্ল¬াসে।

 

গরম মানে সেকি গরম, আম পাকারও অধিক!
আমরা ক’জন অনুজ কবি এদিক থেকে ওদিক-
খুঁজেছিলাম কবির নাড়ী, আদি বাড়ির ঘ্রাণ,
গাঁ-মাটিতে কবি গড়ার কিই সে উপাদান!
সেই মক্তব, যাত্রা-লেটো, রুটির দোকান শৈশব-
সবকিছু তো খুব সাধারণ, ইতিহাসের ঐ সব।
আসাধারণ বিষয় হলো-ঢের প্রতিভার ফুল,
মাটির চেয়েও মহান তিনি বিদ্রোহী নজরুল।

The post মাটির চেয়েও মহা-নজরুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hIefpK

No comments:

Post a Comment