‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো সাতক্ষীরা সদর উপজেলা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলাসহ একযোগে দেশের ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
বিদ্যুৎ বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে অনলাইনে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা, ওজোপাডিকো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমূখ। অনলাইন ডেস্ক:
The post শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো সাতক্ষীরা সদর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gB8ZD7
No comments:
Post a Comment