Thursday, August 27, 2020

কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে জাসদ https://ift.tt/eA8V8J

মানুষ, সমাজ ও সভ্যতা বিনির্মাণে আলোর বিচ্ছুরণ হিসেবে গল্প, কবিতা, নাটক, উপন্যাস, সঙ্গীত আমাদের যেভাবে উজ্জীবিত করে আলোড়িত করে, তার মূল কারণ জাগরণ। ‘আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি।’

এ ধরনের অসংখ্য উদ্ধৃতি আছে কবি নজরুলের গল্প, কবিতা ও গানে। আজকেরসমাজে ক্ষমতা কেন্দ্র করে অনাচার, অনিয়ম ও পাশবিকতা দেখে সমাজের নানান সেক্টরের অভিজ্ঞ ব্যক্তিগণ হতাশা প্রকাশ করছেন। বর্তমান যুব সম্প্রদায়ের কাছে তথ্য ভান্ডার আছে কিন্তু হাজার বছরের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ করে জ্ঞানভিক্তিক মজবুত সমাজ নির্মাণের আগ্রহ কম, বাইরের চাকচিক্যে, অর্থের নেশায় উন্মাদ যেন সবাই।

এই সময় যুব সমাজ তাদের জীবন জীবিকা নিয়ে মহাসংকটে আছে। শিক্ষা আছে সুশিক্ষা নেই, মানুষ আছে, ভাল মানুষ নেই, স্বপ্ন আছে, পরিকল্পনা নেই এমন একটি সংকটকালে আমরা নজরুল কি চিনতে চাই, জানতে চাই, নজরুলের ভাবাদর্শে স্বপ্নের মানুষ গড়ার যুদ্ধে আমৃত্যু লড়তে চাই। তাই কবি নজরুলের মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ জাসদ শ্রদ্ধার সাথে নজরুল ভক্তদের সাথে স্মরণ করতে চাই। তাই বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী যৌথ বিবৃতিতে বলেন সমাজের সর্বক্ষেত্রে গণতন্ত্র, মুক্ত বুদ্ধির চর্চা ও ধনী গরীব, নারী-পুরুষ সবার জন্য নিরাপদ সমাজের প্রত্যাশা। প্রেসবিজ্ঞপ্তি

The post কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে জাসদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34DzvJH

No comments:

Post a Comment