Monday, August 31, 2020

গাবুরায় ঝুঁকিপূর্ণ পাউবো বাঁধের সংস্কার কাজ শুরু https://ift.tt/eA8V8J

হুদা মালী, গাবুরা (শ্যামনগর): শ্যামনগরের গাবুরায় হরিশখালী পাউবোর বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ৬টায় ডুমুরিয়া হরিশখালি খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে সংস্কারে স্থানীয় ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়েছেন। এখন বাঁধ সংস্কারের কাজ চলছে। তবে, ভাঙা স্থানে নদীর চরে মাটি না থাকার কারণে বসত ভিটা থেকে মাটি নিতে হচ্ছে।

হরিশখালি খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙন নিয়ে ইতোপূর্বে সংবাদ প্রকাশিত হয়েছিল। এর পরপরই বাঁধটি সংস্কারের উদ্যোগ নেন ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান।

ভাঙ্গা কবলিত স্থানীয় আমজেদ গাজী জানান, আমার বাড়ির পাশে রাস্তায় এখন বাঁধ নিয়ে সংস্কারের কাজ চলছে। ভাঙা স্থানে নদীর চরে মাটি না থাকায় আমার বসত ভিটা বাড়ি থেকে কিছু মাটি দিয়েছি এবং রুহুল আমিন মালীর বাড়ির উপরে থেকে বাকি অংশ মাটি দিবে।

সেই ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে ৭নং ওয়ার্ড সদস্য জিএম আবিয়ার রহমান কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ আব্দুল বারিক মৌলভি মো. মুবারক হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post গাবুরায় ঝুঁকিপূর্ণ পাউবো বাঁধের সংস্কার কাজ শুরু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jyUC3U

No comments:

Post a Comment