(কাজী নজরুল ইসলাম স্মরণে)
আযাদ কামাল
স্পর্শ প্রদীপে-সব ক’টি জানালা খুলে যায়
ধুলিকণা হতে খাদ্যকণা
জীবনবোধ হতে মৃত্যুসীমা
আমৃত্যু উচ্চারণ-
তোমার শৈশব
তোমার কৈশোর
তোমার যৌবন-
সুন্দর ও সমতা পথের এক হিরন্ময় প্রতীক।
মানুষ সত্য-অসাম্প্রদায়িক কুমারী জমিনে
জরা হতে মৃত্যু হতে
বিভীষিকা হতে-
তোমার সৃষ্টি ফসলে উদ্যমী হরিৎ পত্র।
আদিগন্ত ইচ্ছের পাপড়িগুলো তোমার
স্বপ্নবৃক্ষ প্রদীপ; বাস্তবিক বায়ুস্কোপে
তুমি বার্ধক্যহীন-
বার্ধক্যহীন তোমার অজর কবিতা
বার্ধক্যহীন তোমার সৃষ্টির মহিমা।
The post বার্ধক্যহীন তোমার সৃষ্টি ফসল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34Myf74
No comments:
Post a Comment