সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সময়ের বন্ধুরা আশাশুনির বন্যায় প্লাবিত মানুষকে নৌকা ও নগদ অর্থ প্রদান করেছেন।
রবিবার দুপুরে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্যসেটে এ ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক বলেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু মেহেদী, মোস্তফা, সুমন সাতক্ষীরার বন্যা পরিস্থিতি দেখে অসহায় মানুষের পাশে তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। বন্ধুরা উপলব্ধি করেছেন যে ত্রাণ নিয়ে যার যার ঘরে পৌছানোও একটা বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে।
তাই ত্রাণ সরবরাহের জন্য প্রতাপনগরে ২ নৌকা ও শ্রীউলায় ৩ টি এবং আরও ৫ টি নৌকা মেরামত করতে অর্থিক সহায়তাসহ ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০০ টাকা হারে প্রদান করেন।
জেলা প্রশাসকের বন্ধু সুমন বলেন আমাদের দেখাদেখি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসে সেটাকে এগিয়ে নিতেই আমাদের এ প্রয়াস।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ও শেখ জাকির হোসেন প্রমুখ।
আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি:
The post আশাশুনিতে জেলা প্রশাসকের বন্ধুদের সহায়তায় নৌকা ও নগদ অর্থ প্রদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EvoMXh
No comments:
Post a Comment