বরেণ্য ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী ৩১ আগস্ট, সোমবার। মৃত্যুবার্ষিকীর দিনে মরহুমের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রয়াত শেখ আমানুল্লাহ’র গ্রামের বাড়ি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামে।
তিনি কলারোয়া উপজেলার মধ্যে একমাত্র ভাষা সৈনিক ছিলেন। ৭ম এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: ৩১ আগস্ট, সোমবার ঝাঁপাঘাট গ্রামে মরহুমের সমাধিস্থলে সকাল ৯ টায় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান। একই দিনে সন্ধ্যা ৭টায় কলারোয়া উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।
শেখ জিল্লু,কলারোয়া প্রতিনিধি:
The post ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী ৩১ আগস্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YN2JCm
No comments:
Post a Comment