সাহাবুল ইসলাম
প্রবল ঝঞ্ঝায় আলুথালু কেশ যেদিন পৃথিবীর
তুমি এলে সেই দিনে।
তোমার আগমনের সেই দিনের মতোই
তোমার উদ্ভাস সাহিত্য ভূবনে
ধূমকেতুর মতোই।
স্বপ্নের কবি তুমি।
ঈশ্বরের বাণীই যেন তোমার কবিতায় মূর্ত হলো
বিদ্রোহী রূপে।
দামাল শৈশব থেকে কবি রূপে তোমার এই ঝোড়ো উত্তরণ
প্রতিটি লোমকূপে এখনও জাগায়
সহ¯্র উল্ল¬াস।
চির বিদ্রোহী তুমি।
বিদ্রোহ তোমার, সমস্ত অনাচার আর অবিচারের বিরুদ্ধে।
আজও মোরা তোমারই পথ চেয়ে-
কেউ আসুক আবার অগ্রপথিক হয়ে
তোমারই মতো।
হে কবি, হে মহাপ্রাণ
তোমাকে হাজারো সালাম।
The post কবির প্রতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YLzBv5
No comments:
Post a Comment